ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

by Kausar Labib

প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার ৪০৮ আরোহী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে। অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
banner

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছে। তাদের ভিন্ন একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222