ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস-এর মজলিসে শুরার প্রধান আবু উমরের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। মাওলানা ফজলুর রহমান এবং তাঁর সফরসঙ্গীরা কাতারে পৌঁছানোর পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় নেতা গাজা এবং ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করেন। এ সময় হামাস এবং জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মাওলানা ফজলুর রহমান হামাস নেতৃবৃন্দকে সব ধরণের সহযোগিতা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন এবং বলেন, ‘ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। তাই ইসরাইলি দখলদারিত্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মসজিদে আকসা এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ফিলিস্তিনি জনসাধারণের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানি ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ফিলিস্তিনি ভাইদের পরিপূর্ণ সহযোগিতা প্রদান করে।’
হামাসের মজলিসে শুরার প্রধান আবু উমর বলেন, ‘মুসলিম উম্মাহর পক্ষ থেকে ফরজে কেফায়া আদায় করছেন মাওলানা ফজলুর রহমান এবং জমিয়তে উলামায়ে ইসলাম।’
তিনি আরও বলেন, ‘গাজা পুনর্গঠন, চিকিৎসা খাত এবং সেহরী-ইফতারে সাহায্য করার জন্য পাকিস্তান এবং মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাচ্ছি।’
সূত্র: জিও নিউজ
এনএ/