৬২০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৪ ইসরাইলির লাশ ফেরত দিলো হামাস

by Nur Alam Khan

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে হামাস ৬২০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৪ ইসরাইলির মৃতদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। এই বিনিময়টি গত সপ্তাহে মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি চুক্তির পরেই সম্পন্ন হয়, যেখানে হামাস এবং দখলদার ইসরাইল একে অপরকে যুদ্ধবন্দি মুক্তির জন্য সম্মত হয়েছিল।

বিনিময়ের অংশ হিসেবে, ওফার কারাগার থেকে ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়, যাদের মধ্যে নারী ও শিশুদের একটি বড় অংশ রয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দিরা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছানোর পর তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন হয়।

বিজ্ঞাপন
banner

এই বিনিময় প্রসঙ্গে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় দখলদার ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৩৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১১ হাজার ৭৬১ জন আহত হয়েছেন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গাজার মানবিক সংকট তীব্র হয়ে উঠছে। ঠাণ্ডা ও বৃষ্টির কারণে সেখানে শিশুদের মধ্যে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ইসরাইলকে গাজায় আরও তাঁবু এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়েছেন।

এছাড়া, যুদ্ধের কারণে গাজার ৯০ শতাংশ স্কুল ধ্বংস হয়েছে। বর্তমানে বাকি ১০ শতাংশ স্কুলে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হলেও, যুদ্ধ ফের শুরুর শঙ্কা রয়ে গেছে।

এটি যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিনিময় হলেও, গাজার পরিস্থিতি এখনও সঙ্কটপূর্ণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আরও মানবিক সহায়তার প্রয়োজন।

সূত্র: আলজাজিরা

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222