‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

by Nur Alam Khan

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের জনগণ, যারা মাটি ও মানুষের সাথে আছেন, একদিন আকাশের মধ্যে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান লেখা দেখতে পাবেন।

মঙ্গলবার (৪ মার্চ) প্রথম দলীয় কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতে যান এনসিপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
banner

শ্রদ্ধা নিবেদন শেষে পাটওয়ারী সাংবাদিকদের জানান, তারা ভবিষ্যতে গণপরিষদের নির্বাচন, পার্লামেন্টারি বডি এবং লোকাল ইলেকশন নিয়ে চিন্তাভাবনা করছেন। তিনি আরও বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে আমরা একত্রিত হয়েছি।”

এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় আজ সকালে, যখন তারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এটি মনে রাখা জরুরি যে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল সমাবেশের মাধ্যমে এনসিপি তাদের যাত্রা শুরু করে এবং পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222