আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকবে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (৭ মার্চ) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (৮ মার্চ) থেকে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, যা দেশের গরমের পরিস্থিতি তীব্র করতে পারে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এনএ/