মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ মার্চ) সকালে শিশুটির দুলাভাই সজিব শেখকে (১৯) আটক করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার ঘটনার পরপরই আটক হন সজিব শেখের বাবা হিটু শেখ (৪৭)।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় এখনো মামলা হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ধর্ষণের শিকার হয় ওই শিশু। সে তৃতীয় শ্রেণীর ছাত্রী।
রমজানের ছুটিতে গত শনিবার (১ মার্চ) মায়ের সঙ্গে সে বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে ধর্ষণের শিকার হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়।
ভুক্তভোগী শিশুর মাসহ পরিবারের অন্যরা জানান, শিশুটিকে ঘরের মধ্যে একা পেয়ে কে বা কারা তাকে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে গিয়েছিল। বেলা পৌনে ১২টার দিকে তাকে ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার সুবাস রঞ্জন হালদার বলেন, ‘হাসপাতালে আনার পর প্রথমে সে গ্যাস্ট্রিকের রোগী বলে জানানো হয়েছিল। পরে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার সময় তার শরীরে ক্ষতচিহ্ন থাকায় ও স্বজনদের মুখে ধর্ষণের অভিযোগ উঠলে তাকে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।’
এআইএল/