সারা বিশ্বের মুসলমানদের জন্য সৌদি আরব সরকার নিয়ে এলো এক স্মরণীয় আনন্দের বার্তা। মক্কায় উদ্বোধন করা হয়েছে ‘পবিত্র কোরআন জাদুঘর’, এটি ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনুপম সংযোজন।
সৌদি প্রেস এজেন্সির সূত্রে আরব নিউজ জানায়, মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ সম্প্রতি এই জাদুঘর উদ্বোধন করেন। মক্কার পবিত্র স্থানগুলোর সংরক্ষণে নিযুক্ত রয়্যাল কমিশনের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছে। জাদুঘরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দর্শনার্থীদের ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।
এ জাদুঘরে সংরক্ষিত রয়েছে পবিত্র কোরআনের অনেক দুর্লভ ও ঐতিহাসিক পাণ্ডুলিপি। তবে দর্শনার্থীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ইন্টারেক্টিভ ভিজ্যুয়াল প্রদর্শনী, যেখানে তারা জানতে পারবেন কোরআন শরীফের প্রাথমিক লেখার ইতিহাস ও সংরক্ষণের প্রক্রিয়া।
জাদুঘরে বিশেষভাবে প্রদর্শিত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে খলিফা উসমান বিন আফফানের হাতে লেখা কোরআনের পাণ্ডুলিপির একটি আলোকচিত্রিত কপি এবং প্রাচীন পাথরের শিলালিপিতে উৎকীর্ণ কোরআনের আয়াত।
বর্তমানে মক্কার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘হেরা সাংস্কৃতিক জেলা’, যেখানে দর্শনার্থীরা ইসলামি সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারেন। হেরা গুহায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর ওহী নাজিলের অভিজ্ঞতা সম্পর্কে জানা যাবে এক ভিন্ন মাত্রায়।
কোরআন জাদুঘর প্রকল্পের অংশ হিসেবে সৌদি কফি জাদুঘর, সাংস্কৃতিক গ্রন্থাগার ও হেরা পার্কও চালু করা হয়েছে, পুরো রমজান মাস এগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।
এআইএল/
কোরআন জাদুঘর উদ্বোধন হল সৌদি আরবে

ফাইল ফটো
96