ওমরা আদায় করলেন বাবর আজম

by Nur Alam Khan

ওমরা সম্পন্ন করেছেন পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক বাবর আজম।

বাবর আজম তার ভাই সফির আজমের সঙ্গে ওমরার সৌভাগ্য অর্জনের জন্য ইতোমধ্যে পবিত্র মক্কা নগরীতে পৌঁছেছেন।

বিজ্ঞাপন
banner

বাবর আজমের ভাই মসজিদুল হারামে ইফতার করা ও ওমরা পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় বাবর আজমের ভক্তরা তার ওমরা পালনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বাবর আজম ১৫ মার্চ ওমরা থেকে পাকিস্তান ফিরে এসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি শুরু করবেন।

সূত্র: ডেইলি জঙ্গ।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222