থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ৫, আহত ১৩

by Nur Alam Khan

থাইল্যান্ডের অশান্ত দক্ষিণাঞ্চলে দুটি হামলায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

স্থানীয় পুলিশ রবিবার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তে একটি নিম্ন-স্তরের সংঘর্ষ চলছে, যা এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিদ্রোহীরা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।

নারাথিওয়াত প্রদেশের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী সঙ্গাই কোলোক শহরের জেলা অফিসের বাইরে হামলাকারীরা গুলি চালায়। এ ছাড়া তারা বিস্ফোরকও নিক্ষেপ করে এবং বোমা বিস্ফোরিত করে, যার ফলে অফিসের সুরক্ষা প্রদানকারী দুজন প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক নিহত ও ১২ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সাধারণ নাগরিক।

অন্যদিকে পার্শ্ববর্তী প্রদেশ পট্টানির সাইবুরী জেলায় শনিবার রাতে একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হন, যাদের মধ্যে দুজন স্থানীয় গ্রাম সহকারী ও একজন ওই অঞ্চলের রেঞ্জার ছিলেন।

এই ঘটনার পর রাত ১১টার দিকে আরো একজন আহত হন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল এক শতাব্দীরও বেশি সময় আগে থাইল্যান্ড দখল করে, যা সাংস্কৃতিকভাবে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের অন্য অংশ থেকে আলাদা। এই এলাকায় থাই নিরাপত্তা বাহিনী কঠোরভাবে নিরাপত্তা প্রদান করে। থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা রবিবার সাংবাদিকদের বলেন, হামলার পর দক্ষিণাঞ্চলে রাতের শিফটে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা ‘নিশ্চিতভাবে বৃদ্ধি করতে হবে’।

সূত্র : এএফপি

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222