ধর্ষণ নির্মূলে ইসলামী শরীয়া বাস্তবায়নের বিকল্প নেই: বাংলাদেশ খেলাফত যুব মজলিস

by Nur Alam Khan

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেছেন, পাশ্চাত্য সংস্কৃতি নয়, ধর্ষণরোধে আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থাই একমাত্র সমাধান। ধর্ষণসহ সমাজের যাবতীয় অপরাধ নির্মূলে ইসলামী শরীয়া বাস্তবায়নের বিকল্প নেই।

সোমবার (১০ মার্চ) জোহরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তরগেটে ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবি ও রূপান্তরকামী পুরুষকে “অদম্য নারী” পুরস্কার দিয়ে রাষ্ট্রীয়ভাবে নারীকে অবমাননার’ প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিলের পরে সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে, সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর ও সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মাদ নাঈম উদ্দীনের যৌথ পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতিহ মুহাম্মাদ সুলাইমান, সহ প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মোল্লা খালিদ সাইফুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদ উল্লাহ।

সমাবেশ শেষে একটি মিছিল বাইতুল মোকাররম উত্তরগেট থেকে পল্টন মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222