৭২ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা, ঝরবে বৃষ্টিও

আবহাওয়া অধিদফতর

by Nur Alam Khan

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা বাড়তে পারে, সঙ্গে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন
banner

বুধবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। একই সময়ে রংপুর, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এভাবে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কারণে দেশের কিছু অঞ্চলে সাময়িক দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222