সিরিয়ায় সংঘাত উসকে দিচ্ছে সাবেক শাসকগোষ্ঠী: এরদোগান

by Nur Alam Khan

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক শাসকগোষ্ঠীর কিছু সন্ত্রাসী সিরিয়ায় নতুন করে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে।

আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

এরদোগান বলেন, ‘আমরা সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাত উসকে দেওয়ার যেকোনো চেষ্টার তীব্র নিন্দা জানাই। যদিও পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরো অঞ্চল অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে।’

তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ‘আইনের লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিত করার’ প্রতিশ্রুতিকে ইতিবাচক বলে উল্লেখ করে বলেন, ‘সিরিয়ার জনগণ তাদের দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে না বলে আমি বিশ্বাস করি।’

এরদোগান আরও বলেন, ‘যারা সিরিয়াকে শুধু ধর্ম বা গোষ্ঠীগত পরিচয়ে বিচার করে, তারা সংকীর্ণ মতবাদে আবদ্ধ। বাথ পার্টির শাসনামলে এক মিলিয়নেরও বেশি সিরিয়ান নিহত হয়েছিল, তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম, আজও একই অবস্থানে অটল রয়েছি।’ তিনি আরও জানান, তুরস্ক সবসময়ই সিরিয়ার জনগণের কল্যাণে কাজ করে গেছে এবং এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।

এরদোগান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা চাই ইউরোপ আমাদের ভূমিকাকে স্বীকৃতি দিক এবং আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করুক।’ তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রথম দিন থেকেই তুরস্কের ভারসাম্যপূর্ণ, দৃঢ় ও নীতিনিষ্ঠ অবস্থান আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্কের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘গত ৪০ বছর ধরে আমাদের জাতির মধ্যে রক্ত ও বেদনার যে প্রাচীর তৈরি হয়েছে, সেটিকে নির্মূল করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তুরস্কের কার্যকরী ভূমিকা অব্যাহত থাকবে।

সম্প্রতি তুরস্ক সফর করেছেন জর্ডানের ক্রাউন প্রিন্স হুসেইন বিন আবদুল্লাহ, উত্তর ম্যাসিডোনিয়ার প্রধানমন্ত্রী হ্রিস্টিজান মিকোস্কি এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এরদোগান জানান, ‘নতুন উদ্বোধন হওয়া নাখচিভান-ইগদির প্রাকৃতিক গ্যাস পাইপলাইন আগামী ৩০ বছর ধরে নাখচিভানের সমস্ত গ্যাসের চাহিদা পূরণ করবে, যা আমাদের দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।’

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে স্পষ্ট করেন, সিরিয়ার জনগণকে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করার যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করতে আঙ্কারা প্রস্তুত। পাশাপাশি তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222