মুহাম্মদ নাজমুল হুদা রনি>>
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সুলতানপুর দরগাহপাড়া শাহী জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় সভাপতি মাওলানা মাহমুদুল আলম নজরুলের সভাপতিত্বে এই কমিটি গঠন সম্পন্ন হয়।
সভায় উপস্থিত জনতা ও এলাকাবাসীদের মতামতের ভিত্তিতে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে অধ্যক্ষ মাহমুদুল আলম নজরুল এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুল কাসেম নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক হিসেবে শহীদুল্লাহ শহীদ দায়িত্ব গ্রহণ করেছেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি শাহাবুদ্দিন ও রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আশ্রাফ খন্দকার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. মামুন খাঁ, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম রিপন (বি.এসসি), মুসলিম উদ্দিন, ফারুক খন্দকার, মফিজ খন্দকার, সুলতান আহমদ, মাওলানা মাহফুজুর রহমান, মফিজ ফকির, চাঁন মিয়া, কবির হোসেন, রাসেল আহমেদ।
সভায় কমিটি গঠনের পর মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় জনগণ তাদের মতামত প্রদান করেন এবং মসজিদের সুষ্ঠু পরিচালনা ও উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
নতুন কমিটির সদস্যরা মসজিদের কার্যক্রমকে আরও গতিশীল এবং সংগঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি, তারা মসজিদের সেবামূলক কার্যক্রমে আরও মনোযোগী হয়ে এলাকার ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান।
এনএ/