ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুই দফা দাবি আদায়ে আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশের ঘোষণা দিয়েছেন। এক মাস ব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
শরিফ ওসমান হাদি বলেন, “আমরা আমাদের পূর্বের ৫ দফা দাবি থেকে সরে এসে এখন দুই দফা দাবি জানাচ্ছি। আমাদের দাবি হলো— জুলাই, পিলখানা এবং শাপলা চত্তরের বিচার দ্রুত শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “আজ থেকে আগামী এক মাস আমরা গণস্বাক্ষর সংগ্রহ এবং লিফলেট বিতরণ কর্মসূচি চালাবো। আমরা লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে আগামী ২৫ এপ্রিল শাহবাগে শহীদি সমাবেশ করতে চাই।”
এদিকে, সংবাদ সম্মেলনের আগেই ধর্ষণ বিরোধী গণমিছিলের ডাক দেয়া আন্দোলনকারীরা শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধার পর আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে এই ঘোষণা দেন।
শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ। এই পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
“আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশে শহীদদের বাবা-মায়েরা, শাপলা শহীদের পরিবার এবং পিলখানা পরিবারের সদস্যরা অংশ নেবেন,” বলেন হাদি। তিনি আরও জানান, সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা হবে এবং “তখনই আমরা বাড়িতে ফিরবো,” বলেন তিনি।
এর আগে, আছিয়া সহ সকল হত্যাকাণ্ড, ধর্ষণ ও নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিলের ডাক দিয়েছিলেন ধর্ষণবিরোধী আন্দোলনকারী লাকি আক্তার।
এনএ/