গা-জায় দখ’লদার ই’সরাই’লি হা’মলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

by Nur Alam Khan

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইল আবারও হামলা চালানো শুরু করায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে উপত্যকাটিতে সংযম দেখাতে ইসরাইলি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক আগ্রাসন আবারও শুরু হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই আগ্রাসনে নিরীহ বেসামরিক লোক, বিশেষ করে শিশু ও নারীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইতোমধ্যে সংকটাপন্ন অঞ্চলটির মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। এই সহিংসতার নতুন চক্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তিগুলোর প্রতি গুরুতর অবহেলার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর নির্বিচারে বিমান হামলায়  দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। এ হামলা মানবিক দুর্ভোগকে আরও তীব্র করেছে এবং নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলেছে।

অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222