দেশের কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফলের জন্য প্রায় এক মাস ধরে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া এই পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহণ করছে।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, “বর্তমানে ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে, ঈদের পর ৫ শাওয়ালের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।”
গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৩১৭টি কেন্দ্রে দাওরায়ে হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩২,৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৭,৭৪৩ জন ছাত্র এবং ১৪,৯৭২ জন ছাত্রী ছিলেন। কওমি মাদরাসাগুলোর এই পরীক্ষাটি ইসলামি স্টাডিজ ও আরবি মাস্টার্স সমমানের এবং আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত হয়।
এদিকে, শিক্ষার্থীরা ঈদ উদযাপনের পর ফলাফল পাবার জন্য অত্যন্ত আগ্রহী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছে যে, ফলাফল প্রকাশের পর তারা দ্রুত সনদ লাভ করতে পারবেন এবং তাদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারবেন।
২০১৭ সালের ১৩ এপ্রিল দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমানের স্বীকৃতি দেয় সরকার। এই প্রজ্ঞাপনটি কওমি মাদরাসাগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে নতুন সুযোগের দ্বার উন্মোচন করে। এরপর, ২০১৮ সালের ১৩ আগস্ট মন্ত্রিসভায় এই স্বীকৃতির খসড়া অনুমোদন পায়।
এনএ/