কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে লাখো শিক্ষার্থী। সাধারণত রমজান মাসে ফলাফল প্রকাশিত হয়।
রবিবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি জানায়, আগামী ২৬ রমজান (২৭ মার্চ) বৃহস্পতিবার দুপুর ১২:০০ টায় ফলাফল প্রকাশিত হবে। ফলাফলটি বেফাকের পুরানো ওয়েবসাইট www.wifaqresult.com -এ পাওয়া যাবে। এ সময় শুধুমাত্র ২০২৫ সালের নতুন ফলাফলই প্রকাশিত হবে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফলাফল শাওয়াল মাসে ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে।
এছাড়া বেফাক জানায়, এবার প্রাথমিক ফলাফলের মুদ্রিত কপি সারাদেশের মাদরাসায় পাঠানো হবে না। তবে যারা ফলাফলের হার্ড কপি সংগ্রহ করতে চান, তারা তা বেফাকের পরীক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন।
ফলাফল দেখার পদ্ধতি
ফলাফল দেখতে ইলহাকের পরে স্পেস দিয়ে বিজয় কিবোর্ডে ‘এদারা, বি, দ্বীনি, ও ইভোলা’ লিখে দেখতে হবে।
এ বছর বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় ২২৭১টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। ৩,৪৯,৭৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ১,৪৭,২১২ জন ছাত্র এবং ২,০২৫,৬৪ জন ছাত্রী ছিল। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫টি মারহালার (স্তর) আওতায় পড়াশোনা করেছেন, সেগুলো হল: ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া, সানাবিয়া উলিয়া এবং ফযীলত।
এছাড়া, ২০২৫ সালের পরীক্ষায় ৪৯টি জোনের আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বেফাকভুক্ত ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।
এনএ/