জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

by Nur Alam Khan

নাটোরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব স্বাস্থ্য কার্ড বিতরণ করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। নির্বিঘ্নে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আপনাদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছেন।

গণঅভ্যুত্থানে নাটোর জেলায় ১০০ জন আহতের তালিকা রয়েছে। প্রথম দিনে ৯১ জনকে স্বাস্থ্য কার্ড দেওয়া হচ্ছে। বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের জন্য স্বাস্থ্য কার্ড পাঠানো হয়েছে।

যাতে করে কার্ডধারীরা হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকে দ্রুত ও ভালোমানের সেবা পান।

তিনি বলেন, স্বাস্থ্য কার্ড নিয়ে আপনারা হাসপাতালগুলোতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা দেখতে পান তাহলে আমাদের জানাবেন। আমরা সমাধান করব। আপনাদের জন্য সরকারি বিভিন্ন সুবিধা আসা মাত্রই আমরা আপনাদের খুঁজে বের করব।

আপনাদের সুযোগ-সুবিধা পৌঁছানোর দায়বদ্ধতা আমাদের।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা সার্বিক মো. আবুল হায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা জেলা কমিটির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ (মীম), যুগ্ম আহ্বায়ক শিশির মাহমুদ, যুগ্ম সদস্যসচিব ইমাম হোসেন প্রমুখ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222