আওয়ামী এমপি আফতাবকে জুতা নিক্ষেপ

by Nur Alam Khan

আদালত প্রাঙ্গণে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে জুতা ও মাটি নিক্ষেপ করেছেন ক্ষুব্ধ জনতা। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

রোববার দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় আফতাব উদ্দিন হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

এদিন আফতাব উদ্দিনকে রংপুর জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তা উপেক্ষা করে উত্তেজিত জনতা তার ওপর চড়াও হয়। এ সময় আফতাব উদ্দিনের ওপর জুতা ও মাটি নিক্ষেপ করা হয়।

গত ৫ মার্চ রাতে রংপুরের একটি হত্যা মামলায় রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকা থেকে আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের মামলায় এবং যুবদল নেতা মাসুদ বিন আমিন সুমনের করা চাঁদাবাজি মামলায় রংপুর জেলা কারাগার থেকে তাকে নীলফামারী আদালতে আনা হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) আল মাসুদ চৌধুরী বলেন, আফতাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ডোমারের দুটি মামলায় রোববার আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222