রাজধানীর ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া মাদানিয়া বারিধারা ছেড়েছেন প্রতিষ্ঠানটির শাইখুল হাদিস, দেশের অন্যতম প্রাজ্ঞ হাদিস বিশারদ ও ইসলামি রাজনীতিবিদ মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি প্রতিষ্ঠানটির শুরুলগ্ন থেকে সম্পৃক্ত ছিলেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) একাধিক সূত্র মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বারিধারা মাদরাসা ছাড়ার বিষয়টি ৩৬নিউজকে নিশ্চিত করেছে।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক স্থায়ী শাইখুল হাদিস হিসেবে উত্তরার জামিয়াতুন নুর আল-কাসিমিয়্যায় যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা নূর হোসাইন কাসেমীর বিশেষ আস্থাভাজন ছিলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক। দেশে-বিদেশে তার বিপুলসংখ্যক ছাত্র রয়েছে। তার হাতেগড়া অনেক ছাত্র এখন মাদরাসার পরিমণ্ডলে বিভিন্ন মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত আছেন।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ইসলামি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম এবং হেফাজতে ইসলামের নায়েবে আমির। সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসন থেকে তিনি একাধিকবার নির্বাচন করেছেন।
এআইএল/