তীব্র গরমে কম্বল বিতরণ ভারতীয় মন্ত্রীর

by Nur Alam Khan

ভারতের বিহার রাজ্যের ক্রীড়া মন্ত্রী তীব্র গরমে দুস্থ ও গরীব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন।

ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিনগুলির মধ্যে ক্রীড়া মন্ত্রী তার নির্বাচনী এলাকায় ৫০০ গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন।

বিজ্ঞাপন
banner

ক্রীড়া মন্ত্রী সিরিন্দর মেহতা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ৬ এপ্রিল গরমের মধ্যে মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন।

তিনি এই কাজের ছবি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ারও করেছেন। যার পরপরই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

ভারতীয় মিডিয়ার মতে, গরমের মধ্যে মানুষদের মধ্যে কম্বল বিতরণ করার জন্য সিরিন্দর মেহতাকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222