হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐকমত্য হয়েছেন দুই দলের নেতারা।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা জানান দুই দলের নেতারা।
সভায় জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। এগুলো হলো:
১) গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।
২) বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।
৩) নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে।
৪) আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।
এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যদলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।
এনএ/