সৌদি ও আমেরিকা দূতাবাস অভিমুখে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের যাত্রা

by Nur Alam Khan

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং স্মারকলিপি প্রদানের লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী আমেরিকা ও সৌদি আরবের দূতাবাস অভিমুখে যাত্রা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকলের সম্মতিক্রমে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
banner

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির সদস্যবৃন্দ এবং ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কর্মসূচির পরিকল্পনা ও প্রস্তুতি চূড়ান্ত করা হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইসউদ্দীন বলেন, ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নেই, মানুষ হওয়াই যথেষ্ট। গাজায় ফিলিস্তিনিদের মুক্তি এবং মানবতার বিজয়ের লক্ষ্যে আমরা লংমার্চের উদ্যোগ নিয়েছি। আমেরিকা ও সৌদি দূতাবাসে গিয়ে আমরা স্মারকলিপি প্রদান করবো। আমাদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, মার্চ ফর প্যালেস্টাইন এর জন্য বিভিন্ন বিভাগের ক্লাস স্থগিত করা হয়েছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222