বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে ধর্ষককে হত্যা

by Nur Alam Khan

এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আল আমীন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর আল আমীনকে হত্যা করেন ধর্ষণের শিকার ওই যুবক। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

বুধবার (৯ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন হত্যা মামলা আসামি।

পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

পিবিআই জানায়, শেরপুর সদরের পাকুরিয়া ফকিরপাড়া আশ্রাব আলীর ছেলে আল আমীন পাঁচ বছর ধরে গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পেশায় পান-সিগারেট বিক্রি করতেন।

আসামিকে গত শনিবার নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন আল আমীন।

পিবিআই জানায়, রাতের তারা একই কক্ষে ঘুমান। শেষ রাতে ওই যুবককে ধর্ষণ করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে আল আমীনকে হত্যার পর পাশের একটি কক্ষে লাশ রেখে পালিয়ে যান তিনি।

ঘর থেকে লাশের গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। গত সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিনই নিহত আল আমীনের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আল আমীন হত্যাকাণ্ডে জড়িতকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই এর গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222