বিছানায় স্ত্রীর লাশ, স্বামী ঝুলছিলেন ফ্যানে

by Nur Alam Khan

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী এলাকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর লাশ ঝুলছিল ফ্যানের সঙ্গে, আর স্ত্রীর লাশ পড়ে ছিল বিছানায়।

সোমবার (১৪ এপ্রিল) সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

নিহত দম্পতি হলেন- কর্ণকাঠীর স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২৫) ও স্বপনের স্ত্রী লামিয়া আক্তার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুজনের লাশ ঘরের মধ্যে ছিল। স্থানীয়রা জানালা দিয়ে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বরিশাল বন্দর থানা ওসি রফিকুল ইসলাম বলেন, পরকীয়ার কারণে রাহাতের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলে আসছিল বলে জানা গেছে। সেই বিরোধের জেরে রাতের কোনো একসময় রাহাত তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, স্ত্রী হত্যার সময় রাহাতের সঙ্গে বহিরাগতরা যুক্ত থাকতে পারে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222