কাতারে ইরাকি প্রধানমন্ত্রী ও সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক

by Nur Alam Khan

কাতারে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ( জোলানী)। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সহায়তায় অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল সিরিয়ার চলমান সংকট এবং আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইরাকি সরকারের এক জ্যেষ্ঠ সূত্র ইরাকি বার্তা সংস্থা আইএনএ-কে জানায়, এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় কাতারে আমিরের উপস্থিতিতে। যদিও বৈঠকটি কবে অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানা যায়নি, তবে জানা গেছে—শারা ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন একই সময়ে কাতারে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি দখলদার বাহিনীর উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও উন্নয়নকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান।

তিনি বলেন, “ইরাক সর্বদা সিরিয়ার একটি ব্যাপক রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করে যা এর বৈচিত্র্যময় সামাজিক, ধর্মীয় ও জাতীয় উপাদানগুলোকে সুরক্ষিত রাখবে।” একইসঙ্গে তিনি সিরিয়ার সব সম্প্রদায়ের অধিকার, পবিত্র স্থান ও উপাসনালয়ের সুরক্ষার ওপর জোর দেন।

সূত্র মতে, প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ের আলাউইত সম্প্রদায়ের সঙ্গে জড়িত কিছু ঘটনা উল্লেখ করে মানবাধিকার রক্ষার প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এদিকে, এখন পর্যন্ত কাতার কিংবা সিরিয়ার পক্ষ থেকে এই বৈঠক সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222