মৌলবাদী বলে গালি দিলে আমরা নারাজ হই না : মাওলানা আব্দুল আউয়াল

by Nur Alam Khan

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, মৌলবাদী বলে গালি দিলে আমরা নারাজ হই না। কারণ মূল শব্দের সাথে সম্পৃক্ত যারা তাদেরকেই মৌলবাদী বলে। আমরা তো বাস্তবেই ইসলামের সাথে আল্লাহপাকের সাথে মৌলের সাথে সম্পৃক্ত। এমন একটা শব্দ আমাদের দেশে উৎপাদন করে রেখে গেছে ধর্মীয় কিছু চেতনাবোদ কিছু বললেই জঙ্গি কায়দায় চলে আসে। জঙ্গি শব্দ চলে আসে মৌলবাদ শব্দ চলে আসে।

তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী করে তাদের জঙ্গি বলা হয়। মুসলিমরা জিহাদ করবে তারা মুজাহিদ হবে। তারা শহীদ হবে গাজী হবে। তাদের নামের সাথে জঙ্গি ব্যবহার করা সমীচীন নয়। আমাদের ভাইদের ভারতে বিভিন্নভাবে মারধর করছে আমরা সামান্য কিছু অজুহাত আসলেই আমাদের নামে সব অপকর্ম ছড়িয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন
banner

মাওলানা আব্দুল আউয়াল বলেন, এখন ভারতে ওয়াকফ আইন বাতিল করে মুসলিমদের সম্পত্তি তারা দখল করার একটা কৌশল তৈরি করছে। মুসলমানদের উপড়ে নির্যাতন করার একটা কৌশল তৈরি করছে। আমরা এখন হিন্দুয়ানি কালচারের সাথে পহেলা বৈশাখের মধ্যে মিশে গেছি। আমরা এখন মূর্তি দিয়ে শুরু করছি। আমরা আমাদেল মূলকে ভুলে গেছি।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222