৩৬ দিনে কোনো বিপ্লব হয় না, শেখ হাসিনার পালানো বিএনপির আন্দোলনের ফসল

রুমিন ফারহানা

by Nur Alam Khan

‘কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা যুদ্ধ ৩৬ দিন কিংবা এক মাসে হয় না। বছরের পর বছর যুগের পর যুগ সময় লাগে মানুষের আত্মত্যাগ, মানুষের লড়াই, মানুষের রক্ত ভেসে যায় সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

এসময় রুমিন আরও বলেন, ‘কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন। তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা পালিয়ে গেছে।’

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে যত পাপ করেছে তার বিচার আগামী ১০০ বছর চলতেই থাকবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।’

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222