এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী নতুন পরিচয়ে হাজির হয়েছেন। তিনি সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ‘গোল্পস্যান্ডস গ্রুপ’ নামক প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমর সানী জানান, “প্রতিষ্ঠানটিতে অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছি আমি। গুলশানের অফিসে নিয়মিত বসছি। আশা করছি ভালো কিছু হবে।” তিনি আরও বলেন, “পর্দায় অনিয়মিত হলেও সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করেছি।”
উল্লেখ্য, ওমর সানী ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে দাম্পত্যজীবনে রয়েছেন। তাদের দুই সন্তান—ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা। ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।
ওমর সানীর নতুন দায়িত্ব গ্রহণ তার বহুমুখী প্রতিভারই প্রতিফলন। চলচ্চিত্রের পাশাপাশি ব্যবসা ও সমাজসেবায় তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয়।
এনএ/