যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জীবন বাঁচালেন প্রিয়াঙ্কা চোপড়া!

by Nur Alam Khan

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, যিনি এখন আন্তর্জাতিক তারকা হিসেবে হলিউডেও নিজের অবস্থান শক্ত করেছেন। হলিউডে অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ১৫টি সিনেমা। ক্যারিয়ারে সোনালি সময় পার করছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হেডস অফ স্টেট’র ট্রেলার। যা ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শকমনে।

ট্রেলারে দেখা গেছে, দম বন্ধ করা অ্যাকশনে হলিউডের তারকার সঙ্গে টেক্কা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্পাই-অ্যাকশন থ্রিলার সিনেমায় অভিনেত্রীকে দেখা গেছে তীক্ষ্ণ, ধুন্ধুমার ‘এমআই৬’ এজেন্ট নোয়েল বিসে-এর চরিত্রে। যিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিশ্বের দুই শীর্ষনেতার জীবন বাঁচাবেন।

বিজ্ঞাপন
banner

ট্রেলারে দেখা গেছে মাস্ক পরা একদল সন্ত্রাসীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন অভিনেত্রী। শত্রুদের পরাস্ত করে অভিনেত্রী বলেন, ‘কোনো ব্যাকআপ আসছে না, তোমাদেরকেই নিজেকে বাঁচাতে হবে।’

প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন হলিউডের তারকা অভিনেতা জন সিনা এবং ইদ্রিস এলবা। জন সিনা অভিনয় করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা গেছে ইদ্রিস এলবাকে।

অন্তর্জালে মুক্তি পাওয়া ট্রেলারের শুরুতে দেখা যায়, মাঝ আকাশে আমেরিকার প্রেসিডেন্ট (জন সিনা) আর ব্রিটেনের প্রধানমন্ত্রীর (ইদ্রিস এলবা) বিমান শত্রু পক্ষের হামলার শিকার হয়। সেই সময় প্রাণে বাঁচলেও সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ। বিমান হামলার পর বুঝতে পারেন বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার তারা। এ অবস্থায় তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন প্রিয়াঙ্কা। ইতোমধ্যেই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে।

চলতি বছরের ২ জুলাই ‘হেডস অফ স্টেট’ অ্যাকশন থ্রিলার সিনেমা বিশ্বব্যাপি মুক্তি পাবে। বড় পর্দায় প্রিয়াঙ্কা, ইদ্রিস এলবা এবং জন সিনা তিন সুপারস্টারকে নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222