যুদ্ধের অনুমতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি? লাল ফাইল ঘিরে জল্পনা তুঙ্গে

by Nur Alam Khan

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে তারা রাষ্ট্রপতির কাছে দুটি লাল ফাইল জমা দেন—যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ওই বৈঠকের পর থেকেই প্রশ্ন উঠছে—ফাইল দু’টি কী যুদ্ধের অনুমতি চাওয়ার বিষয়ক? আর যদি তা-ই হয়, তাহলে কী সত্যিই যুদ্ধের অনুমতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি?

বিজ্ঞাপন
banner

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অমিত শাহ ও জয়শঙ্কর যথেষ্ট গম্ভীর ভাবেই ফাইল দুটি তুলে দেন। সেই থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। অনেকে বলছেন, ‘লাল ফাইল’ সাধারণত অতি গোপন ও জরুরি রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতীক।

সুশান্ত হালদার নাম একজন লিখেছেন, “অতি জরুরি সময়ে এই ফাইল নিশ্চয়ই কোন চুক্তি বা ব্যবসায়িক বিষয় নয়। একটি ফাইল হয়তো যুদ্ধ শুরুর অনুমতি সংক্রান্ত এবং অন্যটি দেশের সর্বশেষ প্রতিরক্ষা শক্তি ব্যবহারের গ্রিন সিগনাল।”

হামলার ঘটনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে ভারত সরকার। এতে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, পাকিস্তানের ভূমিকা ও সম্ভাব্য প্রতিরক্ষা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এদিকে হামলার কড়া নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানাশিন কাউন্সিল। সংগঠনের চেয়ারম্যান সৈয়দ নাসিরউদ্দিন চিশতী বলেন, “পাকিস্তান নিজেকে ইসলামী রাষ্ট্র দাবি করলেও প্রতিবেশী দেশের প্রতি তাদের দায়িত্বহীন আচরণ স্পষ্ট। ইসলামে এ ধরনের হামলার কোনো স্থান নেই।”

কংগ্রেস মুখপাত্র কেসি বেনুগোপাল বলেছেন, “পহেলগাম একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত অঞ্চল। সেখানে তিনস্তরীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলা কিভাবে হলো তা নিয়ে তদন্ত হওয়া জরুরি।” তিনি নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়েও প্রশ্ন তোলেন।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’।

ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। ইতিমধ্যে পাকিস্তান হুমকি দিয়েছে যে, ভারত যদি পানি সরানোর মতো সিদ্ধান্ত নেয়, তবে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। দুই দেশের সেনার মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনাও ঘটেছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222