মো: নিজাম উদ্দিন স্বাধীন >>
বরগুনার বামনা উপজেলার গুদিঘাটা গ্রামের বেলাল হোসাইনকে হাটহাজারী মাদরাসা থেকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার পরিবার।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত বেলালকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন— “প্রশাসনের সহযোগীতা চাই”, “ফিরিয়ে দাও বেলালকে”।
স্থানীয়রা বলেন, বেলাল একজন অত্যন্ত নম্র-ভদ্র, শান্তশিষ্ট এবং মেধাবী ছাত্র। তার হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে। তাকে অপহরণ করা হয়েছে বলে আমরা সন্দেহ করছি। এই ঘটনার দ্রুত তদন্ত ও বেলালকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।
বেলাল হোসাইন (মো: ওমর) বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের আমীর হোসেন খন্দকারের ছেলে। সে চট্টগ্রামের জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (আরবী বিশ্ববিদ্যালয়) হাটহাজারী মাদরাসার ছাত্র। গত ৯ মাস আগে তাকে হাটহাজারী থেকে অপহরণ করা হলেও প্রশাসন এখনো তার সন্ধান দিতে পারেনি জানিয়েছে তার পরিবার।
এনএ/