আ.লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: নাহিদ

by Nur Alam Khan

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। এ কারণে তাদের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতি যেসব আলোচনার মধ্য দিয়ে এগোচ্ছে; তার মূল তিনটি অক্ষ হলো, সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার। এই তিনটি কোনোভাবে একে অপরের পরিপন্থী নয়। বরং এর সমন্বয়ের মাধ্যমেই একটি গণতান্ত্রিক রূপান্তর সম্ভব।

তিনি বলেন, ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। সেই রায় এসেছে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেখানে জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের অনেক নেতা জনরোষে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এই অবস্থায় আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, তারা রাজনীতি করার নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন প্রয়োজন আইনি পদক্ষেপের—কোন প্রক্রিয়ায় তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হবে, সেটি ঠিক করতে হবে। সেজন্য নিবন্ধন বাতিল এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি।

নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কারের কথা এখন প্রায় সব রাজনৈতিক দলই বলছে। কিন্তু মৌলিক সংস্কার ছাড়া শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়। এই সংস্কারেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222