কুয়েটে শিক্ষক লাঞ্ছনা: উপাচার্যের পদত্যাগের পরও অচলাবস্থা

by Nur Alam Khan

মো: নিজমি উদ্দিন স্বাধীন, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চলমান অচলাবস্থা অব্যাহত রয়েছে। দীর্ঘ আড়াই মাস পর রবিবার (৪ মে) থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। শিক্ষকরা বলছেন, শিক্ষক লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।

বিজ্ঞাপন
banner

কুয়েটের আন্দোলনকারী একজন শিক্ষার্থী জানান, তারা ইতিমধ্যে ভুলত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি আরও বলেন, তাদের আন্দোলন ছিল কুয়েটের উপাচার্যের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করেননি। দুই মাসেরও বেশি সময় ধরে ক্লাস-পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা দ্রুত ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হতে চান।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে কয়েকজন শিক্ষকও আহত হয়েছিলেন। ঐ দিন বিদায়ী উপাচার্যসহ কয়েকজন শিক্ষক মারধর, লাঞ্ছিত ও গালাগালির সম্মুখীন হন। এ নিয়ে শিক্ষকরা চরম ক্ষুব্ধ।

উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে সকাল সাড়ে ১০টায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হযরত আলী প্রশাসনিক ভবনের সভা কক্ষে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেন। এরপর পর্যায়ক্রমে তিনি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন।

তবে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষের পর ক্যাম্পাস জুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। পরে শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের অপসারণের এক দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এখনো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীরা দ্রুত সমাধান চান। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে যাতে শিক্ষার পরিবেশ পুনরায় স্থাপিত হয়।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222