হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ৭০

by Nur Alam Khan

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৭০ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার (৪ মে) রাত থেকে শুরু করে এ পর্যন্ত তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, গতকাল রাতে এনসিপি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার পর থেকেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা অধিকাংশই আওয়ামী রাজনীতি এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত।

তিনি আরো জানান, গতকাল সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওনার গাড়িচালকের ভাষ্যমতে, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং আব্দুল্লাহ আহত হন। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন। এর পরপরই ওই এলাকায় অভিযান চলছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222