শাপলা ও জুলাই গণহত্যার বিচার দাবিতে সারাদেশে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

by Nur Alam Khan

নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যার এবং ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

বিজ্ঞাপন
banner

সোমবার (৫মে) সংগঠনটির উদ্যোগে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও মহানগরে এ কর্মসূচি পালিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, ” ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে আওয়ামী সরকারের সরাসরি নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী শহীদদের রক্তে ঢাকাকে রঞ্জিত করেছিল। পাখির মতো গুলি চালানো হয় নিরস্ত্র আলেম-উলামা, ছাত্র ও সাধারণ মানুষের ওপর। রাতের আধারে শত শত মানুষকে হত্যা করে শহীদদের রক্ত নিয়ে জাতীয় সংসদে উপহাস করা হয়। একইসাথে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যুবলীগ ও ছাত্রলীগ মিলে চালায় নৃশংস হত্যাযজ্ঞ।”

তিনি আরও বলেন, “ঠিক তেমনিভাবে ২০২৪ সালের জুলাই মাসে যখন ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে, তখনো সেই একই চক্র আওয়ামী লীগ ও যুবলীগ — ফের গণহত্যায় লিপ্ত হয়। তারা এমনকি শিশুদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করেনি।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ একাধিকবার গণহত্যায় জড়িত হয়েছে। আমরা চাই, অবিলম্বে এসব ঘটনার তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন করে দোষীদের বিচারের আওতায় আনা হোক।”

খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে দাবি করা হয়, এসব ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের ‘শহীদ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং ‘গণহত্যার দায়ে’ জড়িত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, “শাপলা চত্বরের ঘটনা শুধু একটি আন্দোলন ছিল না, বরং তা ছিল ইসলামি মূল্যবোধ ও গণচেতনার প্রতীক। এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি।”

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, বগুড়া, যশোর, সিলেটসহ অন্তত ২০টি জেলা ও মহানগরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222