বাতাসে টাকা উড়ে প্রবাদটি যেন সত্যি হয়ে উঠেছে বরিশালের পথে পথে।
সোমবার (৫ মে) সকালে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন হাজেরা খাতুন সড়ক ও আশপাশের গলিতে হঠাৎ করেই দেখা যায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা টাকার টুকরো। ১, ২, ৫শ, এমনকি হাজার টাকার নোট সবই আছে। তবে পুরো না, সব টাকাই কাটা অবস্থায়। বিভিন্ন আকারে কখনো গোল, কখনো লম্বা। দেখলেই বোঝা যায়, এগুলো বিশেষ কাটিং মেশিনে ছেঁড়া হয়েছে।
রাস্তায় খেলতে বের হওয়া শিশুরা মেতে ওঠে সেই কাটা টাকার টুকরো কুড়িয়ে পলিথিনে ভরার আনন্দে। এমন দৃশ্য আগে কেউ দেখেনি।
স্থানীয়রা মেহেদী হাসান জানান, সকালেই বের হয়ে দেখি রাস্তায় টাকাই টাকা। তবে কাটা, তাই কিছু করার নেই। এ ঘটনা ঘিরে শুরু হয় কৌতূহল, গুজবও ছড়ায়। তবে প্রকৃত সত্য উদঘাটন হয় কিছুক্ষণের মধ্যেই। বরিশাল সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন, কাউনিয়ার ময়লাখোলায় দেখা যায় বস্তায় বস্তায় ছেঁড়া নোটের স্তূপ।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী জানান, ব্যাংকের পুরোনো, ছেঁড়া, অচল নোট। ব্যাংক থেকে এসব ধ্বংসের জন্য পাঠানো হয় আমাদের কাছে।
তিনি জানান, ৫ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার নোট পর্যন্ত আছে এসবের মধ্যে। এগুলো পরিপাটি করে মেশিনে কেটে ফেলা হয়, যাতে কেউ এগুলো ব্যবহার করতে না পারে।
তবে শহরের রাস্তায় এভাবে টাকার টুকরো ছড়িয়ে পড়া ব্যতিক্রম ঘটনা হিসেবেই দেখছেন স্থানীয়রা। অনেকে বলছেন, ধ্বংসের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হওয়া উচিত ছিল।
এনএ/