নারীবাদীদের উদ্দেশ্যে ফারুক হাসানের হুঁশিয়ারি

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

নারীবাদীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি বলেন, “পশ্চিমাদের প্রেসক্রিপশনে আলেম-ওলামাদের বিরুদ্ধে লাগতে গেলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে।”

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “যারা আলেম-ওলামাগণের বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে।” ফারুক হাসান স্পষ্টভাবে জানান, আলেম-ওলামাদের প্রতি অপমানজনক ভাষা, হুমকি কিংবা অবজ্ঞা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি হেফাজতে ইসলামের প্রসঙ্গ টেনে বলেন, “হেফাজতে ইসলাম তথাকথিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে কথা বলেছে, তারা তো সমগ্র নারী জাতির বিরুদ্ধে কিছু বলেনি। বরং তারা নারীদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে। আমাদের ইসলাম ধর্মেও নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।”

নব্য উদারপন্থী রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, “তাহলে তারা হেফাজতে ইসলামের বিরুদ্ধে লাগল কেন?”

তিনি বলেন, ‘এদেশে আলেম ওলামাগণ আছে এবং থাকবে। আমরা গণঅধিকার পরিষদ আলেম সমাজের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।’

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222