পিকেকে বিলুপ্তির ঘোষণা, বন্ধ হচ্ছে তুরস্কের ৪০ বছরের সংঘাত

by Nur Alam Khan

তুরস্কের বিরুদ্ধে প্রায় চার দশক ধরে চলা সশস্ত্র সংগ্রাম সমাপ্তের ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

সোমবার দলটির ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফিরাত নিউজ এজেন্সিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

এর কয়েক দিন আগে উত্তর ইরাকে একটি কংগ্রেস আয়োজন করে দলটি। শুক্রবার হওয়া ওই কংগ্রেসের পর আজ সোমবার দলটি বিলুপ্ত এবং সশস্ত্র সংগ্রাম বন্ধের ঘোষণা এলো।

এর মাধ্যমে তুরস্কে চার দশক ধরে চলা সংঘাত বন্ধ হতে যাচ্ছে। দলটি বলছে, তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হয়েছে, যা খুব দ্রুতই জনগণকে জানানো হবে।

ফিরাজ নিউজ এজেন্সি জানায়, শুক্রবারের ওই কংগ্রেসে পিকেকে নেতা আবদুল্লাহ ওকলানের ‘দৃষ্টিভঙ্গি এবং প্রস্তাবনা’ ‍সংবলিত একটি বিবৃতি পাঠ করা হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে ওকলান পিকেকে-কে অস্ত্রসমর্পণ ও বিলুপ্তির আহ্বান জানান।

১৯৯৯ সাল থেকে তিনি ইস্তাম্বুলের অদূরে একটি দ্বীপ এলাকার কারাগারে বন্দি রয়েছেন। তুরস্কের সাড়ে আট কোটি জনসংখ্যার মধ্যে ২০ শতাংশ কুর্দি। এই জনগোষ্ঠীর জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে ১৯৮৪ সালে সশস্ত্র লড়াই শুরু করে পিকেকে। ইরাকের উত্তরাঞ্চল থেকে নিজেদের কার্যক্রম চালাত দলটি।

চার দশকের এই সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ইতোমধ্যে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222