হিফজুল কোরআন শিক্ষার্থীদের পায়ে বল, হৃদয়ে উদ্দীপনা!

মনোহরদী মাদরাসায় নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন

by Nur Alam Khan

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি >>
ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চা কার্যক্রমে আগ্রহী করে তুলতে মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসা আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী নাইট ফুটবল টুর্নামেন্ট। মনোহরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের লালে বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এই ‘নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।

টুর্নামেন্টে বিভিন্ন বয়সভিত্তিক স্থানীয় দল অংশ নেয়। রাতব্যাপী চলা খেলাগুলো ছিল উৎসবমুখর পরিবেশে, যেখানে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন
banner

টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আল মাহমুদ আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ আনোয়ার শাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মুহাম্মাদ মশিউর রহমান, ইক্বরা ইসলামি ক্যাডেট মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী তবিবুর রহমান এবং সল্লাবাইদ ফকির বাড়ি ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মুহাম্মদ আল আমিন।

খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা রাসেল আরমান এবং সহকারী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলম সাকিব, হাফেজ নাসিম হাসান ও সজিব হাসান। পুরো আয়োজনের পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী রাসেদুল হাসান তানিম।

এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ধর্মীয় শিক্ষা ও খেলাধুলার এমন চমৎকার সমন্বয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222