‘২৪৯ ভোট পাওয়া লোক এখন উপদেষ্টা’

by Nur Alam Khan

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলতে চাই না। বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচন। আমরা যখন উপদেষ্টা পরিষদের লিস্ট দেখি, তখন শঙ্কিত হই। একজন আছেন ১৯৯১ সালে সংসদ নির্বাচন করে মাত্র ২৪৯টি ভোট পেয়েছিলেন। তিনিও এখন উপদেষ্টা।’

গতকাল রবিবার (২৫ মে) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

কায়সার কামাল বলেন, ‘বাংলাদেশের মানুষ আশা করেছিল, বাংলাদেশে হয়তো নতুন ধারার রাজনীতি শুরু হবে। কিন্তু যারা (উপদেষ্টা পরিষদ) এখন নেতৃত্ব দিচ্ছেন, তারা রাজনীতির মাঠে অনূর্ধ্ব-১৯ টিম। তাদের কথায় যে ভাবগাম্ভীর্য আসার কথা সেটা আসেনি। সেজন্য মানুষ বলে, আন্ডার নাইন্টিন।’

বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার, শেখ হাসিনার দোসর আইন কর্মকর্তাদের পদত্যাগ এবং দুর্নীতিগ্রস্ত ও ফ্যাসিবাদের দোসর নিম্ন এবং উচ্চ আদালতের বিচারকদের পদত্যাগের দাবি করা হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্ট ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এম বদরুদ্দোজা বাদল।

সমাবেশের সঞ্চালনায় ছিলেন সুপ্রিমকোর্ট ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব জাগি তৌহিদুল ইসলাম।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222