পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের শানগালা জেলার বশাম শাং এলাকায় সম্প্রতি ঘটে গেছে এক ব্যতিক্রমী ও মুগ্ধকর ঘটনা। এলাকার প্রবীণ নাগরিক মাওলানা সাইফুল্লাহ। তিনি ৯০ বছর বয়সেও জীবনসঙ্গী পেতে আগ্রহী ছিলেন। তার চার পুত্র বাবার এই ইচ্ছা পূরণে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
মঙ্গলবার (২৭ মে) ডেইলি জং সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর মাওলানা সাইফুল্লাহ তার ছেলেদের কাছে দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে চার ছেলেই ৫৫ বছর বয়সী একজন নারীর সঙ্গে তার বিয়ের জন্য ব্যবস্থা করেন। বিয়েতে মোহর ধার্য করা হয় এক ভরি স্বর্ণ।
এই আশ্চর্য বিয়েতে পরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেন মাওলানা সাইফুল্লাহর নাতি-নাতনি, প্রপৌত্র-প্রপৌত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনরা। পাড়া-প্রতিবেশীরাও এই বিশেষ আয়োজনে উপস্থিত থেকে উৎসবে শরিক হন।
স্থানীয়দের মতে, এই বিয়ে শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং সমাজে প্রচলিত ধ্যানধারণার বিরুদ্ধে এক শক্ত বার্তা। তারা বলেন, এটি প্রমাণ করে যে, বয়স কখনো আবেগ ও সুখ-অনুভূতির অন্তরায় নয়। একজন পিতার ইচ্ছাকে সম্মান জানিয়ে ছেলেরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজে বার্ধক্যের মর্যাদা ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটি পরিবারিক বন্ধন, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।
সূত্র: ডেইলি জং।
এআইএল/