হাসান আল মাহমুদ >>
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায় হিজরি ১৪৪৬ সনের এ চাঁদ দেখা যায়। সে হিসেবে ৭ জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
বৃহস্পতিবার (২৯ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৭ জুন (১০ জিলহজ) শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কুরবানি করেন।
এদিকে এ উপলক্ষে দেশের শীর্ষ ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ এক বার্তায় বলেন, “আমরা এক মহিমান্বিত দশকে প্রবেশ করেছি। রমাদানের পর ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো এই জিলহজের প্রথম দশ দিন।”
তিনি উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“আল্লাহর নিকট অন্য কোনো সময়ের আমলের তুলনায় জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয়।”-[সহিহ বুখারি]
শায়খ আহমাদুল্লাহ দেশবাসীকে এই সময়টিকে যথাযথ ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও তাওবার মাধ্যমে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, তাই আসুন, এই শ্রেষ্ঠ দশককে ইবাদতের সৌরভে ভরিয়ে তুলি।
ইসলামি শরিয়ত অনুযায়ী, এ দশকে নফল রোজা, তাকবিরাত, দান-সদকা ও কোরবানি ইত্যাদি ইবাদতের গুরুত্ব অপরিসীম।
মুসলিমদের জন্য এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ।
হাআমা/