ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: সরদার বকুল

by hsnalmahmud@gmail.com

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

“ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে”—এমন জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপির নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সরদার বকুল বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে—এবং তা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। সময়ের অপচয় করলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে শহীদ জিয়ার আদর্শই একমাত্র পথনির্দেশক।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222