জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে ৩০ দলের অংশগ্রহণ

by hsnalmahmud@gmail.com

স্টাফ রিপোর্টার >>

জাতীয় ঐকমত্য গঠনে আজ অনুষ্ঠিত হলো ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট ঐক্যজোট, গণঅধিকার পরিষদসহ ডান-বামের ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

বিজ্ঞাপন
banner

আলোচনায় প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী জুলাইয়ের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের ‘জুলাই সনদ’ প্রকাশ করা সম্ভব হবে।”

প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “আমি সারা দিনে যত মিটিং করি, এ পর্যন্ত যত মিটিং করেছি, সবচেয়ে বেশি আনন্দ পাই আপনাদের সঙ্গে বসার সুযোগ পেয়ে, আলাপ করার সুযোগ পেয়ে। কারণ, এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এ রকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি।”

তিনি বলেন, জাতীয় ঐকমত্য এখন সময়ের দাবি, এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে সকল মত ও পথের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে এই কমিশন সর্বোচ্চ আন্তরিকতায় কাজ করে যাচ্ছে।

এসময় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো আলোচনায় গঠনমূলক মতামত দেন এবং বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরেন। আলোচনা শেষে সবাই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় রোডম্যাপ তৈরির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222