ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন: জমিয়ত সভাপতি

by Nur Alam Khan

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, সংস্কারের নামে নির্বাচন না করার ষড়যন্ত্র থেকে সরে আসুন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন। নির্বাচন পেছানোর দুরভিসন্ধি জাতির জন্য মঙ্গলজনক হবে না।

মঙ্গলবার (৩ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মোটর শোভাযাত্রা পরবর্তী কোর্ট পয়েন্টে সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সিলেটে শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় মহানগর শাখা সংবর্ধনা দেওয়া হয়।

তিনি আরো বলেন, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন। আজকের দেশে অরাজকতা সর্বক্ষেত্রে সংকট এর মূল কারণ নির্বাচিত সরকারের অনুপস্থিত।

সিলেট মহানগর সভাপতি মাওলানা মোখলেসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মাওলানা খায়রুল হোসেন, কেন্দ্রীয় জমিয়তের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুদ্দিন, উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাসেমী, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া, সাবেক জেলা জমিয়তের প্রচার সম্পাদক সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222