প্রতীকসহ নিবন্ধন ফিরে পাবে জামায়াত: ইসি

by Nur Alam Khan

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (৪ জুন) বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে কমিশন সভার পর সাংবাদিকদের এই তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছে। এছাড়া আরপিও অনুযায়ী কোনো দলকে প্রতীক দিলে সেই দলের জন্য সেটি সংরক্ষিত থাকে। এজন্য সার্বিক বিষয় বিবেচনা করে আমরা জামায়েত ইসলামীর নিবন্ধন ও  প্রতীক ফিরিয়ে দেয়ার বিষয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222