নির্বাচনী প্রস্তুতি নিয়ে নারায়ণগঞ্জ-৪-এ বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

by hsnalmahmud@gmail.com

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৪ জুন ২০২৫, বুধবার) চাষাড়ার ড্রিংক অ্যান্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগরের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব।

সভায় উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মোল্লা, মুফতি রশীদ আহমদ, জনাব নূর আলম, মুফতি মাহাদী বিন ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় আলেম-উলামারা। তারা সবাই আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকে হাফেজ মাওলানা আবু সাঈদকে প্রার্থী করার প্রস্তাব দেন এবং তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

banner

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

সভায় বক্তব্য রাখতে গিয়ে হাফেজ মাওলানা আবু সাঈদ বলেন, “দল থেকে মনোনয়ন পেলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে এবং নাগরিক অধিকার ও প্রয়োজনীয় সুবিধা বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই পরামর্শ সভা আসন্ন নির্বাচনে খেলাফত মজলিসের সাংগঠনিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222