ভারতে যেভাবে বিধ্বস্ত হলো যাত্রীবাহী বিমান

by Nur Alam Khan

দুপুর ১টা ১৭ মিনিট। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি বিমান।

তবে কিছুদূর যেতে না যেতেই বিমানবন্দর প্রায় ৮২৫ ফুট উচ্চতা থেকে পড়ে যায় এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় আকাশে।

বিজ্ঞাপন
banner

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, বিমানটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে দুই পাইলট ও ১০ কেবিন ক্রু সদস্যও ছিলেন ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই দ্রুত পড়ে যেতে থাকে এবং মেঘানিনগর এলাকায় একটি আবাসিক ভবনে আছড়ে পড়ে। ফলে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইট এআই-১৭১ আজ একটি দুর্ঘটনার শিকার হয়েছে। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন, এই দুঃসংবাদের জন্য আমি মর্মাহত। আমি নিজে বিষয়টি তদারকি করছি। সংশ্লিষ্ট সব সংস্থা এবং উদ্ধারকারী দলকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপাতত নিহত বা গুরুতর আহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিমানে বিপুল সংখ্যক যাত্রী থাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222