ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার) দুর্ঘটনায় শোক প্রকাশ করে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ জুন) এক শোকবার্তা পাঠান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় ড. ইউনূস মর্মান্তিক এই ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করে বলা হয়, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’
তিনি আরও বলেন, ‘নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং এই কঠিন সময়ে তাদের প্রিয়জনদের শোক বইবার ক্ষমতা দিন- এই প্রার্থনা করছি। আমরা ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।’
এআইএল/